ফেসবুক ব্যবহারকারীরা অ্যাকাউন্ট থেকে লগ ইন থাকা অবস্থায় ইন্টারনেটে কোন কোন ওয়েবসাইট ভিজিট করছেন, এমনকি লগ আউট করে ফেসবুক থেকে বেরিয়ে যাওয়ার পরও কোন কোন সাইট ভিজিট করছেন, সেদিকে নজর থাকে ফেসবুকের।
শুধু তাই নয়, কোনো ব্যবহারকারী ফেসবুকে তার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার পরেও থাকেন ফেসবুকের নজরদারীতে। ই্উরোপের একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি এক গবেষণায় এই তথ্য জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটির তথ্যে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের কম্পিউটারে ফেসবুকে গোপনে রেখে দেয় ‘ট্র্যাকিং কুকিস’। সেগুলোই বলে দেয় ব্যবহারকারী কখন, কোন ওয়েবসাইটে ঘোরাফেরা করছেন। গবেষকরা জানিয়েছেন, এ বিষয়টি ইউরোপের ট্র্যাকিং পলিসি লঙ্ঘন করছে। আইন অনুযায়ী ব্যবহারকারীদের জানিয়ে কুকিস রাখা উচিত।
মূলত বিজ্ঞাপনের স্বার্থেই এই ট্র্যাকিং করে থাকে ফেসবুক। ব্যবহারকারী কী ধরনের ওয়েবসাইটে যান তা দেখে ব্যবহারকারীকে সে ধরনের বিজ্ঞাপনের দিকে দৃষ্টি আকর্ষণ করে ফেসবুক।
এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফেসবুকের কর্মকর্তারা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment