বাংলা চলচ্চিত্রের বাজারে বর্তমান সময়ে বেশ প্রতিযোগিতা শুরু হয়েছে। এরই মধ্যে হলিউড আর টালিউডের ছবি এ দেশের মানুষের মন আরও আগেই জয় করে নিয়েছে। অনেকেই ছবি বানাচ্ছেন কিন্তু হলে দর্শক যাচ্ছে না। কিন্তু এ প্রতিযোগিতার মধ্যেই পরিচালক শিহাব শাহীন দর্শকদের জন্য নিয়ে এসছেন ‘ছুঁয়ে দিলে মন’। বেশ ব্যবসা করেই বাজিমাত করে চলছে শিহাব শাহীন এর পরিচালনায় ও জাকারিয়া বারী মম ও আরেফিন শুভ অভিনীত ছবি ‘ছুঁয়ে দিলে মন’।
দর্শক প্রত্যাশা অনুযায়ী বেশ ভালোই সাড়া পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই বাংলাদেশের ৫৫টি হলে চলছে ‘ছুঁয়ে দিলে মন’। এবার দেশের গন্ডি ছাড়িয়ে বাংলাদেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আগামী ৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বোম্বে থিয়েটার হলে ওই দিন বেলা সাড়ে তিনটার শোতে চলবে সিনেমাটি। একই সময়ে পরের দিনও প্রদর্শিত হবে ছবিটি। এই দুটি শো থেকে ইতিবাচক সাড়া মিললেই টানা বেশ কয়েক দিন বোম্বে থিয়েটারে দেখা যাবে সিনেমাটি।
বাংলাদেশ হলমালিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘গুন্ডা দ্য টেরোরিষ্ট’ আর ‘ছুঁয়ে দিলে মন’ ছবি দুটি একসঙ্গে মুক্তি পেয়েছিল। কিন্তু এর মধ্যে আমরা যতটুকু হল রিপোর্ট পেয়েছি তার মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ বেশ ভালো ব্যবসা করছে। দর্শকরাও বেশ হলে যাচ্ছে ছবিটি দেখার জন্য। যারা চলচ্চিত্রের এ খারাপ সময়ে বিনিয়োগ করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় ‘ছুঁয়ে দিলে মন’ নতুন একটি ইতিহাস করতে যাচ্ছে।’
ছবির পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমার ছুঁয়ে দিলে মন’র পেছনে যত টাকা বিনিয়োগ করেছিলাম তার লাভের দিক থেকে প্রায় দেড়গুন টাকা ইতোমধ্যেই চলে এসেছে। সিনেমাটি ১লা মে পর্যন্ত হলে থাকবে। সিনেমাটি শুধু শুক্রবারের সিনোমা না। এখন দর্শক প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে আমি পেরেছি। যারা ছবিটি এখনো দেখেননি, তাদের আমন্ত্রণ জানাচ্ছি ছবিটি দেখার জন্য।’
ধ্বনি-চিত্র ও মনফড়িং প্রযোজিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’ গত ১০ এপ্রিল মুক্তি পায় । এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জাকিয়া বারী মম। এছাড়াও ইরেশ যাকের, মিশা সওদাগরসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment