প্রথম ইনিংসে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেননি তামিম ইকবাল। তার ওপর মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পরাজয়ের চোখ রাঙ্গানি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত দেড়টায় তামিম ইকবাল তার প্রিয় ফুপু ফাতেমা হোসেনের মৃত্যুর সংবাদ শুনলেন। বেশ হতাশ হয়ে পড়েন বাংলাদেশের এই ওপেনার।
প্রিয় ফুফুকে হারিয়ে অনেকটা ভেঙে পড়ে তামিম ইকবাল।কারণ এ বাঁ-হাতি ওপেনার অনেক ছোট বেলায় হারিয়েছিলেন তারা বাবাকে। সেই থেকে ফুফু ফাতেমা হোসেনের আদর-স্নেহে বড় হন তামিম। ফুপুর মৃত্যুর সংবাদ শুনে ভীষণ ভেঙ্গেও পড়েছিলেন তিনি। মনে করেছিলেন ব্যাটিং করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।
কিন্তু পরে চিন্তা করলেন, ওখানে গেলে তো আর ফুপুর জানাযায়ও অংশ নেয়া হবে না। তার আগে দাফনও সম্পন হবে যাবে। তার চেয়ে দেশের হয়ে কিছু একটা করতে হবে।
তাই এমন একটি শোকের সংবাদের পর না ভেঙ্গে দলের দিকেই বেশি মনোযোগী হলেন তামিম। ২৯৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে তামিম ও ইমরুলের জোড়া সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান করেছে। তামিম (১৩৮) ও (১৩২) রানে অপরাজিত অবস্থায় দিনে শেষ করেছেন।
খুলনা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে স্বাগতিক দলের প্রতিনিধি হয়ে সংবাদ-মাধমের সামনে আসেন তামিম। দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন।সঙ্গী ইমরুলও পিছিয়ে ছিলেন না।
এ বিষয়ে তামিম বলেন, ‘অবশ্য এ সেঞ্চুরিটি আমার সদ্য প্রয়াত ফুপুকে উৎসর্গ করছি। কারণ আমি অনেক ছোটবেলায় আব্বাকে হারিয়েছি। তারপর থেকে এই ফুপু (ফাতেমা) আমার অনেক আবদার মিটিয়েছেন। বলতে পারেন, বাবার অভাব একটওু বুঝতে দেননি। বৃহস্পতিবার রাত দেড়টায় যখন ফুপুর মৃত্যুর সংবাদ শুনতে পেলাম। তখন মনটা খুবই খারাপ হয়ে যায়।’
তিনি আরও বলেন,‘ ভেবেছিলাম ব্যাটিং করে চট্টগ্রামে ফিরে যাব। যদি ফুপুর জানাযা কিংবা দাফনে অংশগ্রহণ করতে পারি। কিন্তু পরে আবার মনে হলো গেলেতো ফুপুর জানাযা বা দাফন কিছুইতো পাবো না। তার চেয়ে দেশের হয়ে খেলার দিকে মনোযোগী হই। তাতে দেশকে যদি কিছু দিতে পারি। সেটি হবে হবে আমাদের অনেক বড় অর্জন।’
শুক্রবারের ব্যাটিং পারফরম্যান্স আগামীকাল টেস্টের শেষ দিনেও অব্যাহত রাখতে চান বলে জানান তামিম ইকবাল। তিনি বলেন, ‘আজ যেভাবে খেলেছি, চেষ্টা থাকবে কালও নিজের ইনিংসটাকে আর বড়িয়ে নেয়ার।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment