বাগেরহাটে সার্কাসের হাতির হামলায় নিহত ৩ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, May 23, 2015

বাগেরহাটে সার্কাসের হাতির হামলায় নিহত ৩ !!!!!

Responsive Ads Here
ELE-3
বাগেরহাটের মোল্লারহাটে একটি সার্কাস কোম্পানীর হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বাগেরহাট শহরের কালাম মোল্লা এই হাতির মালিক বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতরা হলেন, বাসাবাটি গ্রামের মিজানুর রহমান (২৫), কাহালপুর গ্রামের কুসুম বিশ্বাস (৬১), ও যাত্রাপুর গ্রামের মনোয়ারা বেগম (৫৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের গোনাপাড়া এলাকায় এই হাতি নিয়ে দুই ব্যক্তি প্রদর্শন ও টাকা কালেকশন করত। সকালে হাতিটি ক্ষিপ্ত হয়ে নদী পার হয়ে পার্শবর্তী জেলা বাগেরহাটের মোল্লাহাটের গ্রামে প্রবেশ করে। এ সময়ে হাতি যাকে সামনে পেয়েছে তাকেই পদদলিত ও শুড় দিয়ে ধরে গাছের সাথে আঘাত করে। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যাল কলেজে নেয়ার পথে মারা যান। নিহতদের বাড়ী বাগেরহাটের মোল্লাহাটের কাহালপুর, বাসাবাটি ও সদর ব্রীজ এলাকায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ খায়রুল আনাম জানান, একটি সার্কাসের হাতি ক্ষিপ্ত হয়ে সীমান্তবর্তী জেলা গোপালগঞ্জ থেকে নদী পার হয়ে বাগেরহাটের মোল্লাহাটের বিভিন্ন গ্রামে প্রবেশ করে। এই সময়ে পদদলিত হয়ে ৩ জন নিহত হয়।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

বাগেরহাটের মোল্লারহাটে একটি সার্কাস কোম্পানীর হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বাগেরহাট শহরের কালাম মোল্লা এই হাতির মালিক বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতরা হলেন, বাসাবাটি গ্রামের মিজানুর রহমান (২৫), কাহালপুর গ্রামের কুসুম বিশ্বাস (৬১), ও যাত্রাপুর গ্রামের মনোয়ারা বেগম (৫৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের গোনাপাড়া এলাকায় এই হাতি নিয়ে দুই ব্যক্তি প্রদর্শন ও টাকা কালেকশন করত। সকালে হাতিটি ক্ষিপ্ত হয়ে নদী পার হয়ে পার্শবর্তী জেলা বাগেরহাটের মোল্লাহাটের গ্রামে প্রবেশ করে। এ সময়ে হাতি যাকে সামনে পেয়েছে তাকেই পদদলিত ও শুড় দিয়ে ধরে গাছের সাথে আঘাত করে। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যাল কলেজে নেয়ার পথে মারা যান। নিহতদের বাড়ী বাগেরহাটের মোল্লাহাটের কাহালপুর, বাসাবাটি ও সদর ব্রীজ এলাকায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ খায়রুল আনাম জানান, একটি সার্কাসের হাতি ক্ষিপ্ত হয়ে সীমান্তবর্তী জেলা গোপালগঞ্জ থেকে নদী পার হয়ে বাগেরহাটের মোল্লাহাটের বিভিন্ন গ্রামে প্রবেশ করে। এই সময়ে পদদলিত হয়ে ৩ জন নিহত হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/24831#sthash.wsaedYzF.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad