লেনোভোর নতুন স্মার্টফোন এস৬০ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, May 23, 2015

লেনোভোর নতুন স্মার্টফোন এস৬০ !!!!!

Responsive Ads Here

lenevo1
লেনোভো বাজারে নিয়ে এলো নতুন একটি স্মার্টফোন। এটির মডেল এস৬০। স্মার্টফোনটি লেনোভোর মধ্যম ঘরানার। এটির বড় বিশেষত্ব হলো এটির ক্যামেরায়। এতে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা রয়েছে। ক্যামেরায় এলইডি ফ্লাশ গান রয়েছে।

এস৬০ তে আছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২৯x১২৮০ পিক্সেল। ফোনটিতে ৬৪ বিটের ১.২ গিগাহার্টজের কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই এই স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। সেলফি তোলার জন্য এতে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
বাংলাদেশের এর দাম পড়বে ১৫ হাজার ৯৪১ টাকা।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad