এক জোড়া বাঙ্গির দাম ১০ লাখ টাকা !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, May 23, 2015

এক জোড়া বাঙ্গির দাম ১০ লাখ টাকা !!!!!

Responsive Ads Here
banggi.1

এক জোড়া বাঙ্গির দাম কত হতে পারে? বলবেন, সর্বোচ্চ কয়েকশ টাকা। কল্পনার সর্বোচ্চ সীমায়ও এক জোড়া বাঙ্গি লাখ টাকা হতে পারে বলে মনে হয় না। কিন্তু জাপানে এক জোড়া বাঙ্গি বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায় (১২ হাজার ৪০০ মার্কিন ডলার)!

শুক্রবার দেশটির এক নিলামে বাঙ্গি দুটি বিক্রি হয়। পৃথিবীর সবচেয়ে দামি ইয়ুবারি জাতের বাঙ্গি দুটি বিক্রি হয় জাপানি মুদ্রায় দেড় মিলিয়ন ইয়েনে।

জাপানের উত্তর হোক্কাইডুর সাপ্পোরো কেন্দ্রীয় পাইকারি বাজারের নিলামে বাঙ্গি দুটি তোলা হয়েছিল। কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, স্থানীয় এক ফল বিক্রেতা বাঙ্গি দুটি কেনেন।

ইয়ুবারি জাতের বাঙ্গি পৃথিবীর সবচেয়ে দামি হলেও দুটি বাঙ্গি দেড় মিলিয়ন ইয়েনে বিক্রি হওয়া নেহাতই কম নয়। জাপানে দেড় মিলিয়ন ইয়েনে একটি নতুন গাড়ি কেনা যায়। তবে গত বছর আড়াই মিলিয়ন ইয়েনেও ইয়ুবারি জাতের বাঙ্গি বিক্রি হওয়ার নজির আছে।

জাপানে ইয়ুবারি জাতের বাঙ্গি কেনাকে মর্যাদাপূর্ণ হিসেবে ধরা হয়। অনেকেই এমন বাঙ্গি বন্ধু বা আত্মীয়দের উপহার হিসেবে দেন।

সবচেয়ে ভালো জাতের ইয়ুবারি বাঙ্গি হয় পরিপূর্ণ গোলক আকৃতির এবং বাইরের আবরণ হয় মসৃণ। এর সঙ্গে যুক্ত বৃন্তটি সাধারণত ইংরেজি ‘T’ আকৃতির রাখা হয়। এমন বাঙ্গিগুলো সুন্দর বাক্সে রাখা হয়।

শুধু বাঙ্গিই নয়, জাপানে প্রায় সব ধরনের ফলেরই দাম বেশি। দেশটির সুপারমার্কেটে একটি আপেল তিন মার্কিন ডলারের বেশি হতে পারে। আবার ১০০ মার্কিন ডলারেরও বেশি হতে পারে সুন্দর বাক্সে সাজানো ২০টি চেরির দাম।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad