নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আকতার হাসি ‘ক্লাসরুম অ্যাওয়ার্ড-২০১৫’ লাভ করেছেন। বর্ষসেরা জেলা শিক্ষা কমকর্তা হিসেবে তিনি এ অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন।
মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনায় সফলভাবে নেতৃত্ব প্রদান, জেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচারনায় এরকম রুম সিস্টেমে নিবন্ধন, শিক্ষক প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়মিত মনিটরিংসহ শিক্ষায় তথ্য প্রযুক্তির বিকাশে অসামান্য অবদান রাখার জন্য সরকার তাকে বর্ষসেরা জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করে এ অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এ টু অই) প্রোগ্রামের লার্নিং স্পেশিয়ালিস্ট প্রফেসর ফারুক আহমেদ স্বাক্ষারিত ৯ মে তারিখে পাঠানো এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।
আগামী ২ জুন মঙ্গলবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে মাল্টিমিডিয়া ক্লাস রুমের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড, মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment