ঈদে ইলিয়াসের নতুন একক অ্যালবাম ‘না বলা কথা-৩’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, May 12, 2015

ঈদে ইলিয়াসের নতুন একক অ্যালবাম ‘না বলা কথা-৩’ !!!!!

Responsive Ads Here

elias.1
কণ্ঠশিল্পী ইলিয়াসের ‘না বলা কথা’ শিরোনামের গানটি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। অয়ন চাকলাদারের সুর এবং সংগীতে ২০১২ সালে প্রকাশিত হয় এ অ্যালবামটি। এরপর ২০১৩ সালে প্রকাশ করেন ‘না বলা কথা-২’। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেন ইমরান। এই গানটিও শ্রোতাপ্রিয়তা পায়।

দুটি গানেই ইলিয়াসের সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন অরিন। সেই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন একক অ্যালবাম ‘না বলা কথা-৩’। এবার গানটির সুর এবং সংগীত পরিচালনা করবেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন জাহিদ আকবর।

এ প্রসঙ্গে ইলিয়াস সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  বলেন, ‘না বলা কথা গানটি আমার ক্যারিয়ার শুরু। এই গানটিই মানুষের কাছে আমাকে পরিচিত করেছে। আগের দুটি ভার্সন যেহেতু শ্রোতারা গ্রহণ করেছে তাই ‘না বলা কথা-৩’ গানটি করার সিদ্ধান্ত নিয়েছি।

আসছে রোজার ঈদে নিজের তৃতীয় একক প্রকাশের ইচ্ছে আছে। এতে গান থাকবে মোট ১০টি।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad