আবারও তিন ফরম্যাটের শীর্ষে সাকিব !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, June 25, 2015

আবারও তিন ফরম্যাটের শীর্ষে সাকিব !!!!!

Responsive Ads Here

Shakib14
টেস্ট ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটে আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। এর আগে ওয়ানডেতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন তিনি। কিন্তু গত বিশ্বকাপের পর ওয়ানডের শীর্ষস্থান হারাতে হয়েছিল তাকে। তবে আজ বৃহস্পতিবার আইসিসির নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আবারও ওয়ানডের হারানো রাজত্ব উদ্ধার করেছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। অর্থাৎ আবারও ক্রিকেটের তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে সমানতালে পারফর্ম করেছেন সাকিব। তিন ম্যাচের সিরিজে দুটি ফিফটিসহ ১২৩ রান করেন এই বাঁহাতি। এ ছাড়া হাত ঘুরিয়ে নেন ৩ উইকেট। আর এই সিরিজে নিজের দারুণ পারফরম্যান্সের কারণেই আবারও ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব।

ওয়ানডের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার অলরাউন্ডার তিলকরত্নে দিলশানকে পেছনে ফেলেন সাকিব। শীর্ষে ওঠা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪০৮। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দিলশানের রেটিং পয়েন্ট ৪০৪। ৩৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আরেক লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। 

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad