উড়োজাহাজেই পুরো টেলিছবির কাজ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, June 25, 2015

উড়োজাহাজেই পুরো টেলিছবির কাজ !!!!!

Responsive Ads Here

Toya.1
দেশীয় টিভি নাটক ঘুরেছে বহুদূর। বাস, রেলগাড়ি, নৌকা, জাহাজে চড়ে পৌঁছে গেছে দেশের প্রায় প্রতিটি অঞ্চলে। বিদেশের মাটিতে দৃশ্যধারণ- সে-ও হরহামেশাই হচ্ছে। কিন্তু যদি প্রায় সম্পূর্ণ টেলিছবির কাজই হয় উড়োজাহাজে? তা-ও আবার কৃত্রিম সেট বানিয়ে নয়, সরাসরি যাত্রীবাহী উড়োজাহাজে! সেটা নিশ্চয়ই অভিনব। অনেকটা অসম্ভবও। বিশেষ করে খরচের বেলায়।

এই অসম্ভবকেই সম্ভব করে দেখাচ্ছেন পরিচালক তানিম রহমান অংশু। তিনি নির্মাণ করছেন টেলিছবি ‘এয়ারবেনডার’। আজ বৃহস্পতিবার (২৫ জুন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এর দৃশ্যধারণ শুরু হচ্ছে। পুরো কাজই হবে যাত্রীবাহী উড়োজাহাজে। ২৭ জুন পর্যন্ত ওখানেই চলবে চিত্রায়ন। এজন্য উড়োজাহাজ ভাড়া নিয়েছেন তারা।

যাত্রীভর্তি উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনা নিয়েই টেলিছবিটির কাহিনী। তারিক আনাম খান, জিয়াউল ফারুক অপূর্ব, সুজানা, শ্যামল মাওলা, মিশু সাব্বির সহ ২২ জন অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন এতে। সব মিলিয়ে ৭০ জনেরও বেশি লোকজন আছেন এ ইউনিটে।

টেলিছবি ‘এয়ারবেনডার’ প্রচার হবে এবারের রোজার ঈদে, এনটিভিতে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad