"ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইটে" ফিরছেন জেসন !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, June 28, 2015

"ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইটে" ফিরছেন জেসন !!!!!

Responsive Ads Here

Jason-statham1
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্যাঞ্চাইজির সঙ্গে জেসন স্ট্যাটহামের সম্পর্ক ২০১৩ সাল থেকে। সেই বছর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স সিনেমায় প্রথম দেখা যায় তাকে। এরপর ফিউরিয়াস সেভেন সিনেমায় খলচরিত্র ডেকার্ড শ এর ভূমিকায় অভিনয় করেন তিনি। ফিউরিয়াস এইট সিনেমায় আবারো ফিরছেন জেসন।  

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এর মধ্যেই অষ্টম পার্ট নির্মাণের কথা ভেবেছি। আমি এই ফ্যাঞ্চাইজিতে নতুন। আমি শেষ সিনেমায় এ দলে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। আরো একটি সিনেমা করতে পারছি জেনে ভালো লাগছে।’

এ ফ্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমায় জেসন স্ট্যাটহামকে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। এরপর ফিউরিয়াস সেভেন সিনেমায় পূর্ণ চরিত্রে হাজির হয়েছিলেন। তাও আবার খল চরিত্রে। ধারণা করা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইট- এ তিনি একই চরিত্রে হাজির হবেন।  

২০১৭ সালের ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এবারই প্রথম পল ওয়াকারকে ছাড়া নির্মাণ হবে এ ফ্যাঞ্চাইজির কোনো সিনেমা। অন্যদিকে ভিন ডিজেল এবং ডুয়াইন জনসন যথাক্রমে ডমিনিক টরেট্টো এবং লুক হব চারিত্রে হাজির হবেন বলে জানা গেছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad