নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। তারই ধারাবাহিকতায় ২১ জুন রোববার, ওয়ালটন বাজারে এনেছে আকর্ষণীয় ফিচারের দুটি নতুন মডেলের স্মার্টফোন। জেনে নিন, ওয়ালটনের নতুন আসা ‘প্রিমো ইএম’ এবং ‘প্রিমো আরএইচ২’ স্মার্টফোনের সুবিধাগুলো।
প্রিমো ইএম
অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ৪.০ ইঞ্চি ডব্লিউভিজিএ ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিকস হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট সুবিধা। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ৩.২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এ ছাড়া ফ্রন্টে রয়েছে ভিজিএ ক্যামেরা। ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে।
অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য ৩০০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই, হটস্পটসহ ওয়াই-ফাই, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক, ব্লুটুথ, ওটিএ আপগ্রেড এনাবল, মোশন সেন্সর, অ্যাকসিলেরোমিটার সেন্সর প্রভৃতি। প্রিমো ইএম স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ৫ হাজার ২৯০ টাকায়।
প্রিমো আরএইচ২
প্রিমো আরএইচ২ স্মার্টফোনটি হালকা ও স্লিম ডিজাইনের, এটি মাত্র ৭.৯ মিমি পুরুত্বের। উন্নত সুবিধার এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ১.৪ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর। ডিসপ্লের ক্ষেত্রে রয়েছে পিওর ব্ল্যাক আইপিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি এইচডি স্ক্রিনের ডিসপ্লে। মাল্টি টাচ সুবিধার পাশাপাশি ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের গরিলা গ্লাস। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২।
ডুয়াল সিম সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট সুবিধা। গ্রাফিকস হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪৫০।
প্রিমো আরএইচ২ স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে অটো ফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই প্রযুক্তির ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। ফ্রন্টে ২ মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধাও।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ এবং ৫ গিগাহার্জ), ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি, যা ওটিজি সমর্থন করে, ওয়াই-ফাই হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। স্মার্টফোনটিতে মোশন সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), জাইরোস্কোপ, গ্রাভেটি, রোটেশন ভেক্টর। এনভায়রমেন্ট সেন্সর হিসেবে রয়েছে লাইট সেন্সর। পজিশন সেন্সর হিসেবে রয়েছে প্রক্সিমিটি, ওরিয়েন্টেশন, কম্পাস। স্পেশাল সেন্সর হিসেবে রয়েছে হল সেন্সর।
অন্যান্য ফিচারের মধ্যে স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, নোটিফিকেশন লাইট, এসএমএসের মাধ্যমে ফোন সিকিউরিটি সুবিধা, ২০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারিসহ প্রভৃতি সুবিধা। এতসব আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ প্রিমো আরএইচ২ স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ১০ হাজার ৯৯০ টাকায়। স্মার্টফোনটির সঙ্গে ফ্লিপ কাভার ফ্রি।
আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment