উবুন্টুর নতুন স্মার্টফোন ‘অ্যাকুয়ারিস ই৫ এইচডি’ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 4, 2015

উবুন্টুর নতুন স্মার্টফোন ‘অ্যাকুয়ারিস ই৫ এইচডি’ !!!!!


স্মার্টফোনের বিশাল বাজারে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ফায়ারফক্সের পর এবার অবস্থান শক্ত করতে চাচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেমও। চলতি মাসেই বাজারে আসছে উবুন্টু অপারেটিং সিস্টেম চালিত দ্বিতীয় স্মার্টফোন ‘অ্যাকুয়ারিস ই৫ এইচডি’।

জেডডিনেট ডটকমের খবরে বলা হয়েছে, উবুন্টু নির্মাতা ক্যানোনিক্যাল লিমিটেড তাদের দ্বিতীয় স্মার্টফোনটি বাজারে আনছে স্প্যানিস প্রতিষ্ঠান বিকিউ-এর সঙ্গে যৌথভাবে। বিকিউ ব্র্যান্ডের আওতায় নতুন এই স্মার্টফোনটির মডেল হচ্ছে ‘অ্যাকুয়ারিস ই৫ এইচডি’।

উবুন্টুর আগের স্মার্টফোনটির (মডেল: বিকিউ অ্যাকুয়ারিস ই৪.৫) ডিসপ্লে ছিল ৪.৫ ইঞ্চি। তবে নতুন স্মার্টফোনটিতে থাকছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।

অন্যান্য ফিচারের মধ্যে অ্যাকুয়ারিস ই৫ এইচডি স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্জ মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, অতিরিক্ত স্টোরেজের জন্য মেমোরি কার্ড স্লট, ডুয়াল ফ্ল্যাশ সুবিধাসহ ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল সিম সুবিধাসহ প্রভৃতি ফিচার।

উবুন্টুর অপারেটিং সিস্টেমের নতুন এই স্মার্টফোনটি আগামী ১২ জুন থেকে ইউরোপের বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ২২১ ডলার।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here