রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। রবিবার সকাল ৭টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের আসাম রাজ্যের বসুগাঁও ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬।
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কম্পন বেশি অনূভূত হয়েছে। নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়ে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে অনেকে ঘুম থেকে জেগে ওঠেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশ, ভূটান ও নেপালসহ ভারতের পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.৬। উৎপত্তিস্থল আসামের বসুগাঁও থেকে ২৩ কিমি উত্তরে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কি.মি. নিচে। কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
প্রসঙ্গত, কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় একটানা বৃষ্টি হয়। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়নি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment