প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লোগো পরিবর্তন করেছে। তালিকাভূক্ত কোম্পানি ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্দীপনা বাড়াতে এই লোগো পরিবর্তন করা হয়েছে।
বুধবার দুপুরে সিএসই ঢাকা কার্যালয়ে লোগো উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আব্দুল মজিদ এ কথা বলেন।
ড. আব্দুল মজিদ বলেন, ‘সিএসই সব সময় নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে থাকতে চায়। তার ধারবাহিকতায় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এই লোগো পরিবর্তন করা হচ্ছে। যা ডিমিউচ্যুয়ালাইজেনের পর এটা নতুন মাত্রার বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, ‘এ লোগো পরিবর্তন সবার মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে। কর্মীদের কাজে আরো আগ্রহী করে তুলবে। একই সঙ্গে সবার মাঝে একটা ভারসাম্য সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল মারুফ মতিন বলেন, ‘বেশ কয়েকটি রঙের সম্মিলিত এক গ্রাফিক্যাল ওয়েভ ব্যবহৃত হয়েছে এই লোগোতে। যা ফিবোনাচ্চি ব্র্যান্ডস নামে বিশ্ব পুঁজিবাজারে পরিচিত। একই সঙ্গে কোম্পানির শেয়ার বিশ্লেষণের জন্য বেশ জনপ্রিয়।’
তিনি বলেন, ‘এই ফিবোনাচ্চি সিকোয়েন্সগুলোকে বলা হয় ম্যাজিক নম্বর। যা একটি সোনালী ও সফল ভবিষ্যতের প্রতীক। প্রতিটি বিনিয়োগকারীর জীবনে উত্থান-পতনের পর সাফল্যের গল্পের এক বাস্তব প্রতিচ্ছবি যেন এই নতুন লোগো।’
তিনি আরো বলেন, ‘এ লোগোতে প্রধানত টারকুইস রঙ ব্যবহার করা হয়েছে। যা পুঁজিবাজারের প্রতি সিএসইর জ্ঞান, সৃজনশীলতা, ধৈর্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে প্রকাশ করা হয়েছে। রঙের মনোবিদ্যা হিসেবে এই রঙটি হৃদয় ও কথার জগতের মধ্যে যোগাযোগ তৈরি করে। যা আবেগ ও বাস্তবতার মধ্যে এক চমৎকার সমন্বয়।’
লগো উদ্বোধনকালে অন্যদের মধ্যে সিএসইর পরিচালক মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment