শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এখনও প্রায় ১ লাখ ৬ হাজার ৫১১জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। যারা ভর্তি হতে পারেনি তারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এখনও ২ লাখ আসন খালি রয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি জানান, সর্বশেষ অর্থাৎ চতুর্থ দফায় ৮২ হাজার ৫৪৪ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল, তারা সবাই ভর্তি হতে পেরেছে। আর এ পর্যন্ত সব মিলিয়ে ১১ লাখ ৭৬ হাজার ১০৭ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে।
উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন উত্তীর্ণ হয়।
শিক্ষামন্ত্রী জানান, এখনও যারা ভর্তি হতে পারেনি তারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এখনও ২ লাখ আসন খালি আছে। কাজেই আসন খালি সাপেক্ষে বাকীরা ভর্তি হতে পারবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৫ শ আসন রয়েছে। সেখানে আগস্ট মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
মন্ত্রী জানান, শুধু ঢাকা বিভাগে ১৪টি কলেজে ১ জন ছাত্রও ভর্তির জন্য আবেদন করেনি। এক প্রশ্নের জবাবে তিনি ভর্তি বাণিজ্য বন্ধে সব ধরনের প্রচেষ্টা চলছে বলে জানান।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment