বর্তমানে সারা দেশে লাইসেন্সহীন ও ফিটনেসবিহীন নৌযানের সংখ্যা কত, তার সঠিক তথ্য নেই নৌপরিবহণ মন্ত্রণালয়ের হাতে। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এ কথা বলেছেন।
বুধবার সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি জানান, দেশে লাইসেন্স ও ফিটনেসবিহীন নৌযানের সংখ্যা কত এ বিষয়ে সঠিক তথ্য নেই। তবে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা সমুদ্র পরিবহণ অধিদপ্তর সারা দেশে বিভিন্ন শ্রণির নৌযানের শুমারি করবে। এ লক্ষে একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে।
বর্তমানে ৯ হাজার ৮৫২টি নিবন্ধিত নৌযান রয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আরো উল্লেখ করেন, ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment