গ্রামীণফোনে ৫০ পয়সায় ১ ঘণ্টা ইন্টারনেট !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, September 3, 2015

গ্রামীণফোনে ৫০ পয়সায় ১ ঘণ্টা ইন্টারনেট !!!!!

Responsive Ads Here

gp+offer.6
দেশজুড়ে সবার মাঝে ইন্টারনেট ছড়িয়ে দিতে মোবাইল ব্রাউজার অপেরা মিনি ইউজারদের গ্রামীণফোন দিচ্ছে মাত্র ৫০ পয়সায় ১ ঘন্টা ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এজন্য গ্রামীণফোন  গ্রাহকদের জন্য নিয়ে এসেছে অপেরা ইন্টারনেট পাস। একজন গ্রাহক যতবার খুশি অফারটি গ্রহণ করতে পারবেন।

৫০ পয়সায় ১ ঘণ্টা ইন্টারনেট অফারটি পেতে অপেরা মিনি ব্রাউজার থেকে ইন্টারনেট টিকিট অপশনে যেতে হবে। এখান থেকে  একটি পাস সিলেক্ট করে চালু করতে হবে।

আপনার ফোনের অপেরা মিনি থেকে অফারটি অ্যাক্টিভেট করে নিন এখনই। ক্লিক করুন: http://webpass.opera.com/store

শুধুমাত্র ইন্টারনেট টিকেটটি দ্বারাই অপেরা মিনি ব্রাউজ করা যাবে। অপেরা মিনি ছাড়া অন্য ব্রাউজিং এর ক্ষেত্রে রেগুলার ডাটা চার্জ প্রযোজ্য। এই অফারের আওতায় ভিডিও, মিউজিক স্ট্রিমিং এবং ডাউনলোড অন্তর্ভুক্ত নয়। গ্রাহককে অপেরা ইন্টারনেট টিকিট পেতে যেকোনো একটি গ্রামীণফোন ইন্টারনেট প্যাক চালু রাখতে হবে।

বরাদ্দকৃত সময় ও পরিমান শেষে, রেগুলার ইন্টারনেট প্যাক চার্জ প্রযোজ্য হবে। এই রেটের সঙ্গে সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রযোজ্য।

অফারটি পেতে অপেরা মিনি ব্রাউজার থেকে ইন্টারনেট টিকেট অপশনে এ যেতে হবে। একটি পাস সিলেক্ট করে ‘অ্যাকটিভ’ এ ক্লিক করতে হবে। কনফারমেশন পাবার পর ব্রাউজ করা যাবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন http://goo.gl/Mt8MX4

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।    

No comments:

Post a Comment

Post Top Ad