বিদেশের মাটিতেও ব্লগার হত্যার হুমকি আনসারউল্লাহ’র !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, September 24, 2015

বিদেশের মাটিতেও ব্লগার হত্যার হুমকি আনসারউল্লাহ’র !!!!!

Responsive Ads Here

the+gurdian.1
ব্লগার, লেখক এবং অসাম্প্রদায়িক আন্দোলন সংশ্লিষ্টদের হত্যার হুমকি দিয়ে ইন্টারনেটে নতুন একটি ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম (এবিটি)। নতুন এই তালিকায় উগ্রবাদীদের হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী লেখক রাফিদা আহমেদ বন্যার নামও রয়েছে। হিটলিস্টের সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে ব্লগার-লেখকদের বাংলাদেশী নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে গোষ্ঠীটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

এতোদিন সংগঠনটি শুধু বাংলাদেশী ব্লগার,লেখক সংস্কৃতি কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকি দিয়ে আসলেও এবারের তালিকায় রয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ৯ জন বৃটিশ, ৭ জন জার্মান, ২ জন মার্কিন, ১ জন কানাডীয় এবং ১ জন সুইডিশ নাগরিক। দ্বৈত নাগরিকত্ব পাওয়া কয়েকজনও আছেন এই তালিকায়।

হিট লিস্টের সঙ্গে প্রকাশিত বিবৃতিতে মুক্তচিন্তার ব্লগারদের বাংলাদেশী নাগরিকত্ব বাতিল করার দাবি জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়,‘ ইসলামের শত্রু এসব অবিশ্বাসী-নাস্তিক, ভারতের দালালদের বাংলাদেশী নাগরিকত্ব বাতিল করতে হবে। তা না করা হলে আল্লাহর দুনিয়ায় যেখানে তাদের পাওয়া যাবে, হত্যা করা হবে’।

হিট লিস্ট ও সংযুক্ত বিবৃতির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটা বাংলাদেশের আনসারউল্লাহ বাংলা টিমের কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। যুক্তরাজ্য ও পশ্চিমা দেশগুলোতে থাকা উগ্রবাদীরা এই তালিকা প্রকাশ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে হুঁমকি পাওয়া যুক্তরাজ্যের ব্লগাররা ইতোমধ্যে বিষয়টি লন্ডন ও ব্রিটেনের পুলিশকে জানিয়েছেন। আনসারউল্লাহ’র বিদেশের মাটিতে হামলা করার সামর্থ্য আছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি তাদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির প্রশাসন।

এবিটি’র এই ‘হিট লিস্ট’ এর খবর বেশ গুরুত্ব পেয়েছে প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসসহ বিশ্ব গণমাধ্যমে। নতুন এই হিট লিস্টের মাধ্যমে দক্ষিণ এশিয় দেশটিতে মাথাচাড়া দেয়া ধর্মীয় উগ্রপন্থা বৈশ্বিক চরিত্র পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে গার্ডিয়ান।

তবে উগ্রবাদীদের হুঁমকিকে পরোয়া না করে মুক্তচিন্তার চর্চা ও লেখালেখি চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা গার্ডিয়ানের সামনে তুলে ধরেছেন ব্লগার, লেখকরা।

সাম্প্রতিক সময়ে ধর্ম, যুক্তি এবং বিজ্ঞান নিয়ে লেখালেখি করা ৫ জন লেখক-ব্লগারকে নির্মমভাবে হত্যা করা হয়। ঢাকাতে গত ফেব্রুয়ারি মাসে স্ত্রী বন্যার সামনেই হামলার শিকার হয়ে প্রাণ হারান বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ রায়।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 


No comments:

Post a Comment

Post Top Ad