বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, September 24, 2015

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ !!!!!

Responsive Ads Here

bogra+bus
বগুড়া: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী নগর পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি সাফা মারোয়া পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পঞ্চগড় গামী বাসটির যাত্রী গাইবান্দার পলাশবাড়ি উপজেলার মনসুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও অন্তত ১০ যাত্রী আহত হন। হতাহতরা সবাই ঈদের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

ঢাকাগামী বাসটি ঈদে ঘরমুখো যাত্রীদের কুড়িগ্রাম নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। বাস দু’টি বেপরোয়াভাবে চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীরা  জনিয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরই আব্দুল কাদের (২৮) এবং আশরাফুল ইসলাম (৩০) নামের আরও দুইজন মারা যান। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহআলম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব  জানান, দুঘর্টনা কবলিত বাস দু’টি আটক করা হয়েছে। তবে, চালক -হেলপার পালিয়ে গেছেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad