রাত পোহালেই মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এ ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বিভিন্ন দামের গরুর সঙ্গে বিক্রি হচ্ছে গরু সাজানোর জন্য মালাও। যে গরু যত দামি, সে গরুর মালার দামও তত বেশি।
রাজধানীর লালবাগের পশুর হাটে প্রায় ৪ বছর ধরে মালা বিক্রি করছেন হোসেন আলী। তার কাছে ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০ টাকার মালা পাওয়া যায়।
মালা বিক্রি করে কেমন লাভ হচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই আল্লাহর রহমতে লাভ ভালই হচ্ছে। দামি গরুর জন্য ক্রেতারা দামি মালা নেয়। কেউ আবার একসঙ্গে দুই তিনটি মালাও কিনছে নিজেদের গরুকে সাজানোর জন্য। আবার কেউ সস্তা মালা কিনছে।
হোসেন জানান, তার মতো আরো অন্তত ১৫ জন মালা বিক্রেতা আছেন এই হাটে।
এদিকে যশোর থেকে আসা পশু ব্যাপারি আফজাল বলেন, ২০ বছর ধরে আমি এই হাটে গরু নিয়ে আসি। রাখার ঝামেলা এড়াতে ঢাকার মানুষ আগে গরু কিনে কম। তাই আজ সকাল থেকে হাটে ক্রেতা সমাগম অনেক বেশি। বিক্রিও বেড়েছে অনেক।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment