তুরস্কের ইস্তাম্বুল শহরে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ভিড়ের ভেতর নানা ছদ্মবেশে পুলিশ থাকবে। অপরাধী ধরতে ফাদার ক্রিসমাসের পোশাকে বা জুতো পালিশ ওয়ালা বা প্রেতজেল ফেরিওয়ালার ছদ্মবেশ ধরবে পুলিশ। ইস্তাম্বুলের পুলিশ নিজেরাই সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে।
সান্তা ক্লজের পোশাকের সঙ্গে ক্রিসমাসের সম্পর্ক থাকলেও তুরস্কে এই পোশাক দেখা যায় নববর্ষ উদযাপনের সময়।
তুরস্কের দৈনিক মিলিয়েত জানিয়েছে, গত কবছর ধরে পুলিশ নানা ছদ্মবেশে নববর্ষ উদযাপনের ভিড়ের ভেতর থাকছে। শহরের কেন্দ্রে, বিশেষ করে ঐতিহাসিক তাকসিম চত্বরে, নববর্ষ উদযাপনে বহু লোকজন জড়ো হয়। অনেক রাত পর্যন্ত নাচ-গান হল্লা হয়।
এখানে প্রতিবারই মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ কারণেই পুলিশ সামপ্রতিক বছরগুলোতে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে।
ইস্তাম্বুলের কেন্দ্রেই ৩১ ডিসেম্বর রাতে থাকবে পোশাকে বা ছদ্মবেশে ৫ হাজার পুলিশ। সারা শহরে থাকবে ২০ হাজার।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment