রাজীব হত্যার রায় সরকারের বড় সাফল্য : আইনমন্ত্রী !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, December 31, 2015

রাজীব হত্যার রায় সরকারের বড় সাফল্য : আইনমন্ত্রী !!!!!

Responsive Ads Here

Anisul1451557219

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আজ ব্লগার রাজীব হত্যা মামলার রায় হয়েছে। ব্লগার হত্যা মামলার এটাই প্রথম রায়। দ্রুত সময়ের মধ্যে এই রায় দেওয়া  হয়েছে। আর দ্রুত সময়ের মধ্যে বগ্লার রাজীব হত্যার বিচার এই সরকারের বড় সাফল্য।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম দ্রুত সময়ের মধ্যে রাজীব হত্যার বিচার হবে। আজ রায়ের মাধ্যমে বিচার হয়েছে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে সরকার কারো কাছে মাথানত করবে না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের ওপর কোনো চাপও নেই।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রাষ্ট্রপক্ষ আপিল করবে কি-না, পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বছরের শেষ দিন নিজ মন্ত্রণালয়ের অগ্রগতি সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন আইনমন্ত্রী।


সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad