স্কুল ব্যাংকিংয়ের আওতায় এখন থেকে ছয় বছরের কম বয়সীরাও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদ্যমান স্কুল ব্যাংকিং
নীতিমালার অনুযায়ী ৬ থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ব্যাংক হিসাব
খুলতে পারবে। স্কুল ব্যাংকিং কার্যক্রমকে অধিকতর বিস্তৃতকরণের উদ্দেশ্যে
এখন থেকে ৬ বছরের কমবয়সী শিক্ষার্থীদের নামেও স্কুল ব্যাংকিং হিসাব খোলা
যাবে।
প্রসঙ্গত, বিদ্যালয় পড়ুয়াদের ব্যাংক
ব্যবস্থায় অভ্যস্ত করে তুলতে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে দেশের সব ব্যাংককে
স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়। এর আওতায় যে কোনো
শিক্ষার্থী নিজের ছবি আর স্কুলের আইডি কার্ড দেখিয়ে মাত্র ১০০ টাকা দিয়ে
নিজের নামে একটি সঞ্চয়ী হিসাব খুলতে পারে।
এ কার্যক্রম শুরুর পর পাঁচ বছরে প্রায় ৯
লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে। এসব অ্যাকাউন্টে বিদ্যালয় পড়ুয়াদের সঞ্চয়
দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment