মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দীরা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 16, 2016

মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দীরা !!!!!


কারাবন্দীরা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। সেই সাথে কারাগার আধুনিকায়নে নতুন পদ সৃষ্টি, সতুন কারাগার তৈরি, মনোবিজ্ঞানী নিয়োগসহ নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ।

শনিবার দুপুরে কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির এ তথ্য জানান। আগামী ২০-২৬ জানুয়ারি কারাসপ্তাহ পালন করবে কারা-অধিদপ্তর।

ফজলুল কবির জানান, কারবন্দীরা মোবাইলে পরিবারের লোকদের সাথে কথা বলতে পারবেন। এজন্য কারাগারে ঢোকার সময় কারাকর্তৃপক্ষকে পরিবারের দুটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পরিবার থেকে বা বাইরে থেকে কারাগারের নম্বরে কেউ ফোন দিতে পারবেন না। তবে এসএমএস করতে পারবেন, সেই এসএমএসের তথ্য কারাবন্দীর কাছে পৌঁছানো  হবে।

তিনি বলেন, বন্দীদের সবকটি কলই রেকর্ড করা হবে। পরবর্তীতে সেই কথাগুলো অ্যানালাইসিস করা হবে।’ বন্দীদের মানসিক দিক পর্যবেক্ষণে ২০ জন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ফজলুল কবির বলেন, কারাগারে সেবার মান বৃদ্ধির পাশাপাশি পূর্ববর্তী ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়ে কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে এবারের অঙ্গীকার ‘কারাগার হোক সংশোধনাগার’।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here