সাড়ে ৫ মাস পর মাদারীপুরের ২ ছাত্রীর লাশ উত্তোলন, পুনরায় ময়নাতদন্তের নির্দেশ !!!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 27, 2016

সাড়ে ৫ মাস পর মাদারীপুরের ২ ছাত্রীর লাশ উত্তোলন, পুনরায় ময়নাতদন্তের নির্দেশ !!!!!!


নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর: পুনরায় ময়নাতদন্তের জন্য সাড়ে ৫ মাস পর মাদারীপুরের মস্তফাপুর গ্রামের দুই স্কুলছাত্রীর লাশ উত্তোলন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিরুদোজ্জা শুভর উপস্থিতিতে লাশ দুটি কবর থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিরুদোজ্জা শুভ জানান, গত বছরের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রী সুমাইয়া আক্তার (১৪) ও হ্যাপী আক্তারকে (১৪) অপহরণের পর ধর্ষণ শেষে হত্যা করা হয় বলে বাদী পক্ষ অভিযোগ করে। এ ঘটনায় মাদারীপুর সদর হাসপাতালের ময়নাতদন্তের প্রতিবেদন নিহতের পরিবারের সন্তোষজনক না হওয়ায় হাইকোর্ট রুল জারি করে। এর পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি হাইকোর্টের বিচারক এম এনায়েতুর রহিম ও বিচারক আমির হোসাইনের দ্বৈত বেঞ্চ লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ ঘটনায় গত বছরের ১৪ আগস্ট সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার সদর থানায় একটি হত্যা মামলা ও ১৩ সেপ্টেম্বর হ্যাপীর মা মুক্তা বেগম মাদারীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রানা ব্যতীত রকিব, শিপন ও রফিকুল সাম্প্রতি জামিনে বেড়িয়ে আসে। বাকি আসামিরা এখনো পলাতক। বর্তমানে মামলা দুটি সিআইডির হাতে তদন্তাধীন থাকলেও দীর্ঘ সাড়ে ৫ মাসে চার্জশিট দাখিল করা সম্ভব হয়নি।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here