গুগল ডুডলে বিশ্বকাপ সেমিফাইনাল !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, March 30, 2016

গুগল ডুডলে বিশ্বকাপ সেমিফাইনাল !!!!!

Responsive Ads Here

gg
টি২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল শুরু হচ্ছে আজ। আজকের খেলায় মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রায় প্রতিটি বিশেষ উপলক্ষে ভিন্ন ধরণের ডুডল প্রকাশ করে টেক জায়ান্ট গুগল। ক্রিকেটও এর বাইরে নেই। টি২০ বিশ্বকাপের উদ্বোধনের দিন গুগল ছেড়েছিলো ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেটার, দর্শক আর ম্যাচের বিভিন্ন বিষয় তুলে ধরা একটি সুন্দর ডুডল। আর আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখেও নতুন লোগো তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

আজকের লোগোটিতে গুগল নামের 'GOO' এবং 'GLE'-এর মাঝখানে আড়াআড়ি ভঙ্গিতে রাখা হয়েছে দু’টো ক্রিকেট ব্যাট। আজকের দুই প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পতাকা অনুসারে দু’টো ব্যাটে নকশা আঁকা।

দুই ব্যাটের মাঝ বরাবর রাখা আছে তারকাখচিত একটি হলুদ রঙের ক্রিকেট বল। ডুডলটি অ্যানিমেটেড নয়, স্থির ছবি দিয়ে তৈরি। তবুও এক নজর দেখে মনে হবে যেনো বলটি দুই ব্যাটের মধ্য দিয়ে উড়ে চলে যাচ্ছে।

নতুন এই গুগল ডুডলটিতে ক্লিক করলে চলে আসে টি২০ বিশ্বকাপের সামনের খেলাগুলোর সময় ও দল, আগের ম্যাচগুলোর ফলাফলসহ বিভিন্ন তথ্য এবং টি২০ বিশ্বকাপ সম্পর্কিত নানা তথ্যে ভরা গুগল সার্চ রেজাল্ট।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

No comments:

Post a Comment

Post Top Ad