বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় বিচার বিভাগীয় তদন্তে অভিযুক্ত রাজধানীর আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহম্মেদের আদালতে রতন আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন। জামিন আবেদনে বলা হয়, এই মামলায় আমরা উভয়ই আপোষ-মীমাংসা করেছি। তাই আমাদের জামিন মঞ্জুর করা হোক।
অপরদিকে মামলার বাদীও রতনের জামিনের বিরোধীতা না করে বলেন, ‘তাকে জামিন দেওয়ার বিষয়ে আমার কোন আপত্তি নেই।’
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পেয়েছে বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি উল্লেখ করে।
ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক মামলাটি তদন্ত শেষে গত ৯ ফেব্রুয়ারি এই প্রতিবেদন মুখ্য মহানগর হাকিমের কাছে দেন। মুখ্য মহানগর হাকিম পরদিন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এই প্রতিবেদন জমা দেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment