কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১১টায় তনুর লাশ কবর থেকে তোলা হয়।
এ সময় সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ওসি গাজী মো: ইব্রাহিম, মামলার সাবেক তদন্ত কর্মকর্তা ডিবির ওসি একেএম মনজুর আলম এ সময় উপস্থিত ছিলেন।
কুমিল্লার পুলিশ সুপার(এসপি) মো: শাহ আবিদ হোসেনের সঙ্গে কুমিল্লা পুলিশ কার্যালয়ে বৈঠক করার পর তিনিসহ ঘটনাস্থলে যান।
মরদেহ উত্তোলনের পর পুনঃময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডিএনএ এবং অন্যান্য আলামত সংগ্রহ শেষে আজই একই কবরস্থানে লাশ পুনরায় দাফন করা হবে।
লাশ উত্তোলনের খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজারো উৎসুক জনতা কবরের আশপাশে ভিড় জমায় এবং তনু হত্যার বিচার দাবিতে মিছিল করে।
এসময় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এলাকাবাসীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন এবং এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment