ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাটের ক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন।
ফেসবুকে ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধার এই অ্যাপটিতে এবার যুক্ত হয়েছে নতুন দুটি ফিচার।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মেসেঞ্জার অ্যাপটি আপডেট করলেই ব্যবহারকারীরা ‘ভিডিও চ্যাট হেড’ ও ‘ড্রপ বক্স’ নামক নতুন দুইটি সেবা মেসেঞ্জারে উপভোগ করতে পারবেন।
ভিডিও চ্যাট হেড ফিচারটি ব্যবহারকারীদের মাল্টি-টাস্কিংয়ের সুবিধা দেবে। অর্থাৎ মেসেঞ্জারে ভিডিও চ্যাট হেড ব্যবহার করে ভিডিও কলের পাশাপাশি স্মার্টফোন দিয়ে একইসঙ্গে অন্য কাজও করা যাবে।
ড্রপবক্স ফিচারটি ব্যবহার করে সহজেই বিভিন্ন ফাইল আদান-প্রদান করা যাবে। স্মার্টফোনে ড্রপবক্স অ্যাপটি ইনস্টল করা থাকলে, ড্রপবক্স ব্যবহার করার জন্য মেসেঞ্জার অ্যাপটি বন্ধ করা লাগবে না। মেসেঞ্জারের মধ্যেই ড্রপবক্স ব্যবহার করে ভিডিও, ছবি, অ্যানিমেটেড জিআইএফসহ বিভিন্ন ফাইল পাঠানো যাবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment