জাদুর দিয়াশলাই পেয়েছেন মোশাররফ করিম !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, May 13, 2016

জাদুর দিয়াশলাই পেয়েছেন মোশাররফ করিম !!!!!

Responsive Ads Here

actor-mosharraf-karim

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ভাগ্যক্রমে তিনি পেয়েছেন জাদুর একটি দিয়াশলাই। যা দিয়ে সে শুধু মানুষের উপকার করে। তবে ঘটনাটি বাস্তব জীবনের নয়, রিল লাইফে দেখা যাবে এমন ঘটনা। সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেল।

ঈদের জন্য নির্মিত হলো দিয়াশলাই শিরোনামের একক নাটক। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা পরিচালনায় এতে দরিদ্র এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

নাটকের গল্প প্রসঙ্গে  নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেল বলেন, ‘অর্থনৈতিক টানাপোড়েনের সংসার মোশাররফ করিমের। তার পরিচিত সবাই বাইক চালায় কিন্তু তার একটি বাইসাইকেল কেনারও সামর্থ হয় না। এ নিয়ে মায়ের সঙ্গে চিল্লাপাল্লা করে সে। মাকে বলে আপনার সন্তানের একটা স্বপ্নও পূরণ করতে পারলেন না। আপনি আমার জন্য কি করলেন। বাবা আমাদের জন্য কি রেখে গেলেন। তখন মা বলেন বাবারে আমি শুধু তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারব। এক পর্যায়ে মোশাররফ করিম জাদুর একটি দিয়াশলাই পায় তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’

এ নাটকে মোশাররফ করিমের অভিনয় প্রসঙ্গে নির্মাতা রুমেল বলেন, ‘মোশারফ ভাইয়ের সঙ্গে আমার রসায়নটা অনেক পুরনো। তাই আমরা দুজন কাজ করতে গেলে খুব সুবিধা হয়। এতে দর্দুান্ত অভিনয় করেছেন তিনি। যে এফোর্ট দিয়েছেন সত্যি তা মুগ্ধ হওয়ার মতো।’

নাটকটিতে মোশাররফ করিম ছাড়াও হত দরিদ্র একটি পরিবারের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল অভিনেতা অন্তু করিম। অন্তুকে একটি অতিথি চরিত্রে দেখা যাবে। এ ছাড়া আরো অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, নাদিয়া মিম প্রমুখ। 


সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

No comments:

Post a Comment

Post Top Ad