ফুটবলে মেসির যত অর্জন !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, June 27, 2016

ফুটবলে মেসির যত অর্জন !!!!!

Responsive Ads Here
messi20160627074702

যার পায়ে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা সেই লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে আজ আবারও হতাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকদের। আর তাই দীর্ঘ শিরোপা খরার যন্ত্রণায় সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকরে মেসি বলেন, `জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ও আমার দল জোর চেষ্টা করেছি একটা ট্রফি জেতার জন্য। আমাদের সমর্থকদের জন্য এটা জিততে চেয়েছিলাম। কিন্তু দেশের জন্য কোনও ট্রফি এনে দিতে পারিনি আমরা।` 

এক নজরে মেসির অর্জন সমূহ 
নাম : লিওনেল আন্দ্রেস মেসি
জন্ম : ২৪ জুন, ১৯৮৭ : বয়স ২৯
জন্ম স্থান : রোজারিও, আর্জেন্টিনা
ক্লাব : বার্সেলোনা (স্পেন/২০০০ থেকে)
আন্তর্জাতিক ম্যাচ : ১১৩টি
আন্তর্জাতিক গোল : ৫৫টি
আন্তর্জাতিক অভিষেক : ১৭ আগস্ট, ২০০৫, হাঙ্গেরি ১-২ আর্জেন্টিনা

অর্জন :
ক্লাবে
চ্যাম্পিয়ন্স লিগ (৪) : ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০১০-১১, ২০১৪-১৫
ক্লাব ওয়ার্ল্ড কাপ  (৩): ২০০৯, ২০১১, ২০১৫
স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ (৮) : ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩, ২০১৪-১৫, ২০১৫-১৬
স্প্যানিশ কাপ (৪) : ২০০৮-০৯, ২০১১-১২, ২০১৪-১৫, ২০১৫-১৬
স্প্যানিশ সুপার কাপ (৬) : ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩
আন্তর্জাতিক
বিশ্বকাপ : ফাইনালিস্ট (২০১৪), কোয়ার্টার-ফাইনালিস্ট (২০০৬, ২০১০), ১৫ ম্যাচে ৫ গোল
কোপা আমেরিকা : ফাইনালিস্ট (২০০৭, ২০১৫, ২০১৬), কোয়ার্টার-ফাইনালিস্ট (২০১১), ২০ ম্যাচে ৮ গোল
অলিম্পিক গোল্ড মেডেল (১) : ২০০৮
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (১) : ২০০৫

ব্যক্তিগত অর্জন :
ব্যালন ডি`অর (৫) : ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫
স্প্যানিশ লিগের শীর্ষ গোলদাতা (৩) : ২০০৯-২০১০ (৩৪ গোল), ২০১১-২০১২ (৫০ গোল), ২০১২-২০১৩ (৪৬ গোল)
চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা (৫) : ২০০৮-২০০৯ (৯ গোল), ২০০৯-২০১০ (৮ গোল), ২০১০-২০১১ (১২ গোল), ২০১১-২০১২ (১৪ গোল), ২০১৪-২০১৫ (১০ গোল)
বিশ্বকাপ গোল্ডেন বল (১) : ২০১৪
অলিম্পিকের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (১) : ২০০৮
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (১) : ২০০৫
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (১) : ২০০৫ (৬ গোল)

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad