ক্রিকেট মাঠে বিচিত্র অঙ্গভঙ্গির কারণে আম্পায়ার হিসেবে বিশেষ পরিচিতি পেয়ে যান নিউজিল্যান্ডের বিলি বাউডেন। কিন্তু এখন আর তাকে আন্তর্জাতিক কোন ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে না। দেখা যাবে না বাউডেনের বাঁকানো আঙুলের ছক্কা বা বাউন্ডারীর নির্দেশনা।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আম্পায়ার প্যানেলকে নতুন করে ঢেলে সাজাতেই বাউডেনকে আন্তর্জাতিক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড থেকে আন্তর্জাতিক প্যানেলে উত্তীর্ণ হয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার শন হেইগ ও ক্রিস ব্রাউন। এই প্যানেলের তৃতীয় আম্পায়ার হচ্ছেন ওয়েন নাইটস।
তবে কী আন্তর্জাতিক ম্যাচে বাউডেনের বাঁকানো আঙুলের দৃশ্য আর দেখা যাবে না? আপাতত সেই সুযোগ নেই। মাঠে ‘অস্বাভাবিক আচরণের’ জন্য বহু বছর ধরেই ক্রিকেটের সবচেয়ে আলোচিত আম্পায়ারের নাম বাউডেন।
এর আগে ২০১৩ সালে আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েছিলেন ৫৩ বছর বয়সী এ অভিজ্ঞ আম্পায়ার। পরের বছর স্বদেশী টনি হিলের অবসরের পর তাকে পুনর্বহাল করা হয়। কিন্তু ২০১৫ সালে আবারও বাদ পড়েন।
এরপর থেকে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত থাকেন বাউডেন। এতদিন তার আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ ছিল। তবে ন্যাশনাল প্যানেলে অবনমন হওয়ায় আপাতত তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের খেলাগুলো পরিচালনা করবেন।
বাউডেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। ছক্কা, বাউন্ডারী, আউট দেওয়ার সময় তার নানা অঙ্গভঙ্গি দর্শকরা বেশ উপভোগ করেছেন। এটা বাউডেনকে জনপ্রিয়ও করে তুলেছিল। যদিও তা ছিল অসুস্থতার কারণে। তিনি ঠিকমতো আঙ্গুল সোজা করতে পারতেন না।
আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে বাউডেনের অভিষেক হয়েছিল ১৯৯৫ সালের মার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে । সুদীর্ঘ এই সময়ে তিনি ৮৪টি টেস্ট ও ২০০টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক টি২০ ম্যাচ পরিচালনা করেছেন ২৪টি।
নিউজিল্যান্ড ক্রিকেটের আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল: ত্রিস ব্রাউন, ওয়েইন নাইটস, শন হেইগ
ন্যাশনাল প্যানেল: বিলি বাউডেন, ক্রিস ব্রাউন, টনি গিলিস, শন হেইগ, ফিল জোনস, ওয়েইন নাইটস, অ্যাশ মেহরোত্রা, টিম পারলেন, ডেরেক ওয়াকার।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment