নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর: দুর্বৃত্তের হামলায় আহত গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষরা।
বৃহস্পতিবার সকালে আহত রিপন চক্রবর্তীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. রুবেল জানান, মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রিপন চক্রবর্তীতে শেবাচিম হাসপাতালে আনা হয়। অপারেশন থিয়েটারে প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। অধ্যাপক রিপনের মাথা, ঘাড় ও হাত মিলিয়ে ধারালো অস্ত্রের ৭টি আঘাত রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ ঘটেছে। তবে এখন তিনি অনেকটা আশঙ্কামুক্ত।
এদিকে, মাদারীপুর শহরে কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন চলছে। সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ মানববন্ধনে অংশ নেয়।
এ ঘটনায় আটককৃত কলেজছাত্র প্রিন্স ফাইজুল্লাহকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
উল্লেখ্য, বুধবার বিকেল পাঁচটার দিকে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে নিজ বাসার দরজার সামনে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীরা ধাওয়া করে প্রিন্স ফাইজুল্লাহ (২০) নামে এক যুবককে আটক করে। আটক কলেজছাত্র ঢাকার উত্তরার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা গোলাম ফায়জুল্লাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবারসহ সে ঢাকার উত্তরাতে থাকে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দীঘিয়াপাড় এলাকায়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment