সিনেমার গল্পটা ভালোবাসার শহর কলকাতার। যে শহরের অলিগলি জুড়ে ছিটানো আছে জয়া আর হৃত্বিকের মুঠি মুঠি ভালোবাসা। চাকুরীর সুবাদে সেই শহর ছেড়ে আরেক শহরে পাড়ি দিচ্ছে জয়া। শহর ছাড়ার সময় জয়াকে হৃত্বিকের প্রশ্ন, কলকাতা ছেড়ে দিচ্ছ তো? জয়ার কণ্ঠে আশাবাদ, ‘ছাড়ছি কোথায়? আমরা তো ফিরে আসবো চারবছর পর।
ল্যাগেজ বেধে জয়া দৌড়ায়। পেছনে ক্যামেরাও দৌড়ায়। শেষে পাড়ি দিলেন আরেক শহরে। চাকুরী নেন একটি বিউটি স্যালুনে। নয়টা টু পাঁচটার অফিস জীবন।
মাঝে জয়ার কোল জুড়ে আসে ফুটফুটে এক সন্তান। শুরু হয় জয়ার আরেক সংগ্রাম। সেই সংগ্রামী জীবনে খোঁজ মেলেনি হৃত্বিকের। দিনদিন স্বামীর জন্য অপেক্ষাটা বাড়ে। জয়াও ফিরতে পারে না কলকাতায়। মেয়েটাও বড় হয়। এমনটায় দেখা মিললো ‘ভালোবাসার শহর’ নামে শর্টফিল্মটির একঝলক। আজ ইউটিউবে সিনেমাটির ট্রেইলার ছাড়া হয়েছে। ট্রেইলারেই চমক দেখালেন জয়া। জানান দিলেন নিজের অভিনয়ের সামর্থ্য। ট্রেইলারটির নব্বইভাগ দৃশ্যেই দেখা মিললো জয়ার। শুধু দৃশ্যেই নয়, গল্পতেও ছিলো আধিপত্য। সাবলিল অভিনয়েরও এক ঝলকের দেখা মিললো ট্রেইলারে।
জয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অরুন মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া অভিনীত চলচ্চিত্র 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু'। মুক্তির পর এটি দারুণ প্রশংসিত হয়েছে। 'খাঁচা' নামের একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মাণাধীন এ ছবিটি পরিচালনা করছেন আকরাম খান। কলকাতায় মনোজ মিশিগানের পরিচালনায় 'আমি জয় চ্যাটার্জি' নামে একটি ছবির কাজ শেষ করেছেন জয়া। এ ছাড়া অরিন্দম শীলের পরিচালনায় ‘ঈগলের চোখ’ ছবিটিও মুক্তির অপেক্ষায় আছে তার।
বর্তমানে জয়া ব্যস্ত আছেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্র নিয়ে।
ট্রেলারটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=QWSWw8LlmNo
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment