টানা ৩টি ফাইনাল হারলেন মেসি !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, June 27, 2016

টানা ৩টি ফাইনাল হারলেন মেসি !!!!!

Responsive Ads Here
messi-l

বড় উপলক্ষগুলোতে যেন দর্শক হয়ে যান মেসি। রেকর্ডও তাই বলে। আর্জেন্টিনার হয়ে বড় টুর্নামেন্টের কোনো ফাইনালেই গোল করতে পারেননি মেসি।

বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জিতলেও জাতীয় দলের জার্সি গায়ে যেন ব্যর্থ মেসি। টানা ৩ বছরে ৩টি ফাইনাল খেলেও খালি হাতেই ফিরতে হলো তাকে।

২০১৪ বিশ্বকাপের টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে দলকে টেনে তোলেন ফাইনালে। কিন্তু শেষ মঞ্চে জার্মানির কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার সমর্থকদের হতাশায় ডুবান তিনি।

এরপর ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচে গোল করতে পারেননি মেসি। গোলশূন্য ড্র ফাইনাল শেষে টাইব্রেকারে চিলির উচ্ছ্বাস।

এবারও যেন সেই একই দৃশ্যের অবতারণ। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের শুরুতেই দলকে এগিয়ে নিতে আসেন মেসি। কিন্তু এবারও সমর্থকদের হতাশায় ডুবান তিনি। এরপর লুকাস বিলিয়াও গোল করতে ব্যর্থ হওয়ায় শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় চিলি।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad