‘মেসি না ফিরলে আমার ছেলেও অবসরে যাবে’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, July 6, 2016

‘মেসি না ফিরলে আমার ছেলেও অবসরে যাবে’ !!!!!

Responsive Ads Here
me

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনা হার মেনে নিতে পারছিলেন না লিওনেল মেসি। এতে আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তাকে ফেরাতে মরিয়া আর্জেন্টাইনরা। দেশটির প্রেসিডেন্ট মাকরি ও কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাসহ গোটা জাতির একই ভাবনা, ‘ফিরো এসো মেসি।’
এবার সার্জিও আগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিয়ো শর্ত জুড়ে দিলেন, মেসি না ফিরলে তার ছেলেও (আগুয়েরো) অবসরে যাবে। দেল কাস্তিয়ো জানালেন, নতুনদের জায়াগা করে দিতেই নাকি এমনটা ভাবছেন। তা ছাড়া সমালোচকদের কথায়ও নাকি অনেকটা বিরক্ত আর্জেন্টিনার হয়ে ৭৭টি ম্যাচ খেলা আগুয়েরো।
সার্জিও আগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিয়ো বলেন, ‘আমার মনে করি, লিও চলে গেলে আমার ছেলে (সার্জিও) অবসরে যাবে। নতুন খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেবে তারা। প্রতিবেদকরা বলছে যে খেলোয়াড়রা নাকি একটি চক্র পূরণ করেছে। তাই আমি বিশ্বাস করি, পরবর্তী প্রজন্মের জন্য দরজা খুলে দেওয়া উচিৎ ওদের।’
সমালোচকদের নিয়ে দেল কাস্তিয়ো বলেন, ‘সমালোচকরা সার্জিওকে আঘাত করে। এছাড়া বলার ভাষায় হয় এভাবে, ইউরোপ থেকে খেলোয়াড়রা আসে। তারা ছুটি কাটাতে আসে। এএফএ তাদের বেতন দেয় না......!’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad