বাংগাল নামে এক ছিলো দেশ-জাতি
সেই দেশে একবার এলো এক হাতি
মস্ত বপুর হাতি বাহাদুর বেশে
বন্যার জলে ভেসে আসে এই দেশে
দলছুট হাতিটা অজানার যাত্রী
জলে-জঙ্গলে তাই ঘোরে দিনরাত্রী
চারিদিকে হৈচৈ হাতিটারে ঘিরে
দিশেহারা হয়ে যায় জনতার ভিড়ে
ছুটে আসে মিডিয়া দিনরাত নাই ঘুম
কতশত ছবি নেয় খবরের পড়ে ধুম
ভারতের আসামেতে হাতিটার বাড়ি
খবর ছড়িয়ে পড়ে সাত তাড়াতাড়ি
উড়ে আসে সে দেশের তিন বিশেষজ্ঞ
বাগে নিতে হাতিটারে চলে মহাযজ্ঞ
হাল ছেড়ে চলে যায় রয়ে যায় হাতি
বঙ্গবাহাদুর হয়ে ঘোরে দিবা-রাতি
ছেড়ে দিতে রাজি নই মোরা বাঙালি
শিকলে বেঁধেছি তারে জোরে মারো তালি
কাত করে ফেলে দিয়ে সবে দিলখোশ
কাদায় পড়িয়া হাতি করে ফোঁসফোঁস
সুঁই দিয়ে হাতিটার গায় দেই কতো
অচেতন করা ডোজ নিজেদের মতো
পানি বেয়ে শত মাইল এসে এই দেশে
পানির মাঝেই হাতি মরে অবশেষে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment