২০১৮ সালের জুনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দায়িত্ব পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কলম্বো থেকে এসিসির মিটিং শেষে দেশে ফিরেছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। সোমবার তিনি মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘বাই রোটেশন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এসিসির দায়িত্ব পেয়েছেন। দুই বছর তিনি এসিসির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসিসির দায়িত্ব গ্রহণ করবে।’
বোর্ড থেকে প্রতিনিধি ঠিক করে এসিসির দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এই দায়িত্ব গ্রহণ করতে পারেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment