মাদারীপুরে প্রাইভেট না পড়ার অজুহাতে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, September 22, 2016

মাদারীপুরে প্রাইভেট না পড়ার অজুহাতে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম !!!!!

Responsive Ads Here
nu.1

মাদারীপুরে প্রাইভেট না পড়ার অজুহাতে ফাহিম আহমেদ নামে এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে সুকুমার হালদার নামে এক শিক্ষক। ফাহিম আহমেদ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। অভিযোগে জানা যায়, ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ফাহিম আহমেদ প্রাইভেট পড়তে অনিহা প্রকাশ করা এবং ক্লাসে অনুপস্থিত থাকার অজুহাতে পিটিয়ে গুরুত আহত করে ওই শিক্ষক। আহত ছাত্র ফাহিমের বাবা উপ-প্রকৌশলী আ.স.ম. হাসান কবির বলেন, আমি ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়ি বেড়াতে গেয়ে অসুস্থ হয়ে পড়লে মাদারীপুর আসতে একদিন দেরি হয়। এরপর আমার ছেলে গতকাল স্কুলে গেলে স্কুলের শিক্ষক সুকুমার হালদার আমার ছেলের কাছ থেকে জরিমানা আদায় করে এবং বকাঝকা করে। এতে আমার ছেলে তার কাছে প্রাইভেট পড়তে অনিহা প্রকাশ করলে আমার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে। অভিযুক্ত শিক্ষক সুকুমার হালদার বলেন, প্রাইভেট তো দেশব্যাপী সবাই পড়ায়। আমি তো একা পড়াই না। ছাত্রকে নির্যাতনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি বেত দিয়ে সামান্য একটা আঘাত করেছি। এ ব্যাপারে ইউনাইটেত ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক সব ধরনের নির্যাতনই বেআইনি। এ বিষয় নির্যাতনের শিকার ছাত্র ফাহিমের বাবা বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad