বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন-পরবর্তী কেন্দ্রীয় কমিটির নেতাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় সম্মেলনের এক সপ্তাহের মাথায় এ কমিটি প্রকাশ করা হলো।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতিমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম অনুমোদন দেন দলীয় প্রধান।
আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক ইমেইলে এসব তথ্য জানানো হয়। এতে দেখা যায়, অনেক কমিটিতেই নতুনদের স্থান হয়েছে। আবার পুরোনোরা বাদ পড়েছেন। তবে সবচেয়ে বেশি নতুন মুখ এসেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে। এখানে ২৮ জনের মধ্যে ১৯ জনই নতুন।
উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ৩৮, ১১ সদস্যের সংসদীয় বোর্ড আর স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন ১৯ সদস্য। পূর্ণাঙ্গ কমিটিতে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য এবং চারটি সম্পাদকমণ্ডলীর সদস্যের পদ ফাঁকা রাখা হয়েছে।
No comments:
Post a Comment