বল হাতে চমক দিয়েই ফিরলেন আশরাফুল !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 2, 2016

বল হাতে চমক দিয়েই ফিরলেন আশরাফুল !!!!!


বল হাতে চমক দেখিয়েই মাঠে ফিরলেন ফিক্সিং কেলেঙ্কারির শাস্তি থেকে সদ্য মুক্তি পাওয়া মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লীগে ঢাকা মেট্রোর হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে আজ ম্যাচের প্রথম দিন ৩ উইকেট শিকার করেন তিনি। তাই বল হাতে চমক দিয়েই নিজের প্রত্যাবর্তন ঘটালেন ব্যাটসম্যান আশরাফুল।

গত সপ্তাহেই মাঠে ফিরেছিলেন ঢাকা মেট্রোর আশরাফুল। কিন্তু বৃষ্টির কারণে ঢাকা বিভাগের বিপক্ষে ওই চারদিনের ম্যাচে মাত্র ১৫ ওভার খেলা হলে, মাঠেই নামার সুযোগ পাননি তিনি। তবে খুলনায় বরিশালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনই মাঠে নামার সুযোগ পেলেন আশরাফুল। তবে ফিল্ডার হিসেবে।

কারণ, এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বরিশাল। দিন শেষে ৮৮ ওভারে ৬ উইকেটে ৩০১ রান করেছে তারা। দলের পক্ষে আবু সায়েম ৯৮, সোহাগ গাজী অপরাজিত ৮৭ ও শাহরিয়ার নাফীস ৪৮ রান করেন।

প্রথম দিন ঢাকা মেট্রোর সেরা বোলার ছিলেন আশরাফুল। চার নম্বর বোলার হিসেবে বল হাতে নিয়ে ১৭ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। বরিশালের নাফীস, অধিনায়ক ফজলে মাহমুদ ও উইকেটরক্ষক শাহীন হোসেনকে নিজের শিকার বানান আশরাফুল।

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির জন্য গেলো পাঁচবছর ক্রিকেট অঙ্গনে নিষিদ্ধ ছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো মাঠে ফিরলেন একসময় বাংলাদেশ দলের অন্যতম তারকা ব্যাটসম্যান আশরাফুল। জাতীয় দলের হয়ে ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেন তিনি। টেস্টে ২,৭৩৭, ওয়ানডেতে ৩,৪৬৮ ও টি-২০তে ৪৫০ রান করেন ৩২ বছর বয়সী আশরাফুল।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here