হিন্দিতে শাকিব খান (ভিডিও) !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, March 7, 2017

হিন্দিতে শাকিব খান (ভিডিও) !!!!!

Responsive Ads Here
shakib-home-768x525

দুই বাংলার প্রযোজনায় ‌‌‘শিকারী’ ছবি দিয়ে কলকাতার দর্শকদের কাছে শাকিব খান তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে শাকিব খান অভিনীত ‘সবার উপরে তুমি’ ছবিটি এবার হিন্দিতে ডাবিং করা হয়েছে। 

সোমবার (৬ মার্চ) সেটা ইউটিউবে প্রকাশও করা হয়েছে। সেখানে অবিকল শাকিবের কথাগুলো হিন্দিতে ডাবিং করা হয়েছে। 

সেখানে ‘সবার উপরে তুমি’ ছবির নাম পরিবর্তন করে দেয়া হয়েছে ‘হ্যালো জিন্দেগি’। এটি মূলত ২০০৯ সালে নির্র্মিত ‘সবার উপরে তুমি’র হিন্দি ডাব। যৌথ প্রযোজনার ছবিটি ২০১০ সালে কলকাতায় মুক্তি পায় ‘আমার ভাই আমার বোন’ নামে। পরিচালনা করেছেন এফ আই মানিক। 

ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আরো অভিনয় করেন ভিক্টর ব্যানার্জী, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর। 

বর্তমানে শাকিব খান আছেন কলকাতায়। সেখানকার স্থানীয় একটি তরুণ সংঘের আমন্ত্রণে স্টেজ শো পারফর্ম করতে গেছেন। স্থান- পলাশী সুগার মিল ফুটবল ময়দান, পলাশী, মাদিয়া পশ্চিমবঙ্গ। মঙ্গলবার সন্ধ্যায় সাতটায় জমকালো আয়োজনে নেচে মঞ্চ মাতাবেন দেশ সেরা এই নায়ক। তারপর দেশে ফিরবেন তিনি। 

হিন্দি শাকিবকে দেখুন :
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad