ঢাকার মতিঝিলে মোটরসাইকেলে যোগে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন সরকারের দুই কর্মকর্তা। মতিঝিলের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গুলি করার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা শামসুল হক (৫৫) ও তার ছেলে ধর্মমন্ত্রণালয়ের হিসাব রক্ষক আশরাফুল হক। তাদের বাড়ি পূর্ব বাসাবোর পাটোয়ারি গলিতে।
শামসুল হক জানান, বাবা ও ছেলে রিকশাযোগে ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে তাদের গতিরোধ করে। এ সময় সঙ্গে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে আরেকটি মোটরসাইকেলে অপর দুইজন ঘটনাস্থলে আসেন। এ সময় দুইজনকে গুলি করে মোটরসাইকেলযোগে তারা পালিয়ে যান।
শামসুল হকের পায়ে ও ছেলে আশরাফুল হকের পেটে গুলি লেগেছে।
শামসুল হকের ভাই মাহফুজ হক দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
‘ব্যাগে ৮-১০ হাজার টাকা ছিল। সব টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে’ জানান মাহফুজ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মতিঝিল থানার পরিদর্শক গোলাম রাব্বানী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিনতাইয়ের ঘটনা। তবে ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment