মাদারীপুরের শিবচরে তিন দিনব্যাপী চলছে দ্বিতীয় বারের মতো নাট্যমেলা। শিবচর থিয়েটারের উদ্যোগে নাট্যমেলার দ্বিতীয় দিনে দুটি নাটক মঞ্চস্থ হয়।
এর মধ্যে সাধনা আহম্মেদের রচনায় ও ড. ইউসুফ হাসানের নির্দেশনা নাটক ‘মাতব্রিং’ এবং আনন জামানের রচনায় ও ড. ইউসুফ জামানের নির্দেশনায় নাটক ‘নীলাক্ষ্যান’ এই দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথম নাটকটি অর্ক বিবর্তন যশোর ও দ্বিতীয় নাটকটি ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় পরিবেশিত হয়। নাটক দেখতে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ ভিড় জমান শিবচর উপজেলা চত্বরে।
সোমবার দুপুরে এই তিনদিনের নাট্যমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সোমবারের শুরু হওয়া এই নাট্যমেলা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
শিবচর থিয়েটারের সাধারণ সম্পাদক একেএম রেজাউল (তুহিন রেজা) জানান, শিবচরের শিল্পসংস্কৃতিকে আরও প্রাণবন্ত করার লক্ষে এ নাট্যমেলার আয়োজন করা হয়েছে এবং আরও দুদিন চলবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment