বিভক্ত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রথম মেয়র আনিসুল হক। টেলিভিশন উপস্থাপক, উদ্যোক্তা ও একই সঙ্গে এ রাজনীতিবিদ ২০১৫ সালের ২৮ এপ্রিল মেয়র নির্বাচিত হন।
মেয়র হিসেবে দুই বছর পূর্ণ হয়েছে গত মাসে। এই দুই বছরে ঢাকার নাগরিকদের আকাশ ছোঁয়া প্রত্যাশার কিছুটা পূরণ করেছেন মেয়র আনিসুল হক। একই সঙ্গে রয়েছে অনেক ব্যর্থতাও।নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা এবং সম্ভাবনা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রায়ই কথা বলেন। শোনের নাগরিকদের সমস্যার কথা এবং সমাধানের আশ্বাস দেন। এবার নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে আনিসুল হক হাজির হচ্ছেন ফেসবুক লাইভে।
আজ (রোববার) ‘আমরা ঢাকা’ ফেসবুক পেইজে ঘণ্টাবাপী এ লাইভ অনুষ্ঠানে থাকবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় এ লাইভ অনুষ্ঠান শুরু হবে। সেখানে মেয়র আনিসুল হক নাগরিকদের কথা শুনবেন এবং নানা প্রশ্নের জবাব দেবেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment