আগামী ১৬ আগস্ট বুধ ও ১৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস অনযায়ী) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা দুটি স্থগিতের ঘোষণা দিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফায়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ আগস্ট সোমবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে এবং এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment