প্রথমবারের মতো এটিএন বাংলায় ১০ দিনের ঈদ আয়োজন !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, August 20, 2017

প্রথমবারের মতো এটিএন বাংলায় ১০ দিনের ঈদ আয়োজন !!!!!

Responsive Ads Here
Shom
সাধারণত টিভি চ্যানেলগুলোতে ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন দেখা যায়। তবে প্রথমবারের মতো ১০ দিনের ঈদ অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত চলবে বিশেষ এই আয়োজন।
বিশেষ এই আয়োজনে প্রতিদিনই রয়েছে দুটি সিনেমা, একটি সেলিব্রেটি শো, দুইটি বিশেষ নাটক, একটি খন্ড নাটক, দুইটি ধারাবাহিক নাটক, একটি ম্যাগাজিন, একটি সংগীতানুষ্ঠান এবং একটি টেলিফিল্ম। এছাড়াও থাকছে প্রভাতী ম্যাগাজিন, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও সকাল বেলার নাটক।
এর বাইরেও ঈদের আগেরদিন, দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে একটি ছায়াছবি, তিনটি বিশেষ নাটক ও একটি বিশেষ টেলিফিল্ম। সকাল সাড়ে ১০টা ও ২ টা ৩০ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ নাটক। রাত সাড়ে দশটায় প্রচার হবে সংগীতানুষ্ঠান।
রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম। এছাড়া রাত সাড়ে ৭টা ও সাড়ে নয়টায় প্রচার হবে দুটি ধারাবাহিক নাটক ‘বিবাহ সমাচার’ এবং ‘মাই নেম ইজ ব্যাড’, রাত ৮টায় প্রচার হবে ১০ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’। ফাগুন অডিও ভিশন নির্মিত ‘পাঁচফোড়ন’ ছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘ঈদের বাজনা বাজেরে’, ‘ধন্যবাদ’, ‘ডাক্তার বনাম সেলিব্রেটি’ এবং ‘কমেডি আওয়ার’।
সংগীতানুষ্ঠানের মধ্যে রয়েছে জিৎ গাঙ্গুলী ও ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান, ফাহমিদা নবী, বাপ্পা, কণা ও ইমরানের ‘মোমেন্টস অব মিউজিক’, ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, মারিয়া শিমুর ‘ভালোবাসার স্মৃতি’ এবং সামিয়া জাহানের ‘ফিরে ফিরে দেখি’। এছাড়াও রয়েছে ৪ পর্বের ২টি সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’ এবং ‘রঙের মানুষ’।
ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিতব্য নাটক এবং টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের বরেণ্য নির্মাতারা। এদের মাঝে রয়েছেন হানিফ সংকেত, ফেরদৌস হাসান, সালাউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, শিহাব শাহীন, গোলাম সোহরাব দোদুল, বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, সুমন আনোয়ারসহ আরো অনেকে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad