জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৩০টি অনার্স বিষয়ের পরীক্ষায় দেশের ৫৫০টি কলেজ থেকে মোট এক লাখ ৩৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী ২০০টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রকাশিত ফল অনুযায়ী, এক লাখ ২৮ হাজার ৯৪৭ জন ৪র্থ বর্ষে উন্নীত হয়েছে। পাশের হার ৯৩.৯৩ শতাংশ। প্রকাশিত ফল বিকেল ৫টা থেকে SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে nu<space>hp3<space> Registration No লিখে 16222 নম্বরে Send করে জানা যাবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও জানা যাবে।
No comments:
Post a Comment