রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোজাম্মেল আলম শাফি (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাফি ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামের মাহাবুব আলমের ছেলে। সে বর্তমানে মিরপুরের ১২ নম্বর সেকশনের সি ব্লক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা মাহাবুব জানান, মায়ের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনে স্কুলের কোচিংয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান শাফিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত স্কুলছাত্রের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment